করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতেও এশিয়া কাপে অংশগ্রহণে আগ্রহী দলগুলো। তবে ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এবারের টুর্নামেন্ট পাকিস্তানের হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তিতে তা আর সম্ভব হচ্ছে না।
এমনকি বাংলাদেশও আগ্রহী নয় এবারের এশিয়া কাপ আয়োজনে। যে কারণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে। গতবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো মধ্যপ্রাচ্যের আরব আমিরাতেই। সেবারের ফাইনালে খেলেছিলো ভারত ও বাংলাদেশ।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে সব দেশই টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এই টুর্নামেন্টসহ আগামী মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্তও এ সপ্তাহে আসবে বলে জানান তিনি।
এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা নিরসসে গত ৭ জুন, রবিবার অনলাইনেই বৈঠকে বসেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারা। পাকিস্তানের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে সেখানে দল পাঠাবে না ভারত। যে কারণে ভেন্যু নির্বাচনের জন্য করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে এমন দেশের সন্ধান করছে এসিসি। বাংলাদেশ এ বার টুর্নামেন্ট আয়োজনে অনাগ্রহী হওয়ায় সম্ভাব্য ভেন্যুর তালিকায় এখন শ্রীলঙ্কা আর সংযুক্ত আরব আমিরাত।