1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

নবীনগরে অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী ইউপি সদস্য সাময়িক বহিস্কার

  • সময় : বুধবার, ১০ জুন, ২০২০
  • ১৫৭

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আড়াই হাজার টাকা ঈদ উপহারের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের সংরক্ষিত এক নারী সদস্যকে সাময়িক বহিষ্কার করা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে লাউরফতেপুর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পূর্ণিমা রাণী বনিককে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী এই প্রজ্ঞাপনে সাক্ষর করেন। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিরোধী নিয়ম ব্যতয় ঘটিয়ে প্রধানমন্ত্রী প্রদত্ত ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তার কর্মসূচির সুবিধাভোগী তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯এর ৩৪(৪) ধারা অনুযায়ী উক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়াও আলাদা এক কারণ দর্শানো নোটিশে ইউপি সদস্য পূর্ণিমা রাণী বনিককে কেন চূড়ান্ত ভাবে পদ থেকে বহিষ্কার করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়। নবীনগরে করোনার উপসর্গ নিয়ে এক নারির মৃত্যুমিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকায় মাঝিকাড়া গ্রামে তাহসিন আক্তার জনি(৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে মাঝিকাড়া গ্রামের পরিবহন শ্রমিক জসিম উদ্দিনের মেয়ে। জানা যায়, বুধবার (১০জুন) সকালে মাঝিকাড়া নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম মৃতের নমুনা সংগ্রহ করেছেন। পরিবার সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে মৃত তাহসিন আক্তার জনি সিলেট কৃষি বিপণন অফিসে চাকরি করতেন। গত সাপ্তাহে করোনা উপসর্গ নিয়ে তিনি নিজ বাড়িতে আসেন। পরিবারে চার বোনদের মধ্যে সে সবার বড় ছিলো। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান, মাওলানা মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল নিয়ম অনুযায়ী মাঝিকারা কবরস্থানে ওই নারীর লাশ দাফনের ব্যবস্থা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪