“রক্তের বন্ধন এই হোক আমাদের অর্জন”এ প্রতিপাদ্য নিয়ে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ৭ দিন ব্যাপী স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভুমি)তরিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃতানজিরুল ইসলাম মামুন।
ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে মানুষের মুমূর্ষু মূহুর্তে নিজেদের শরীর থেকে রক্ত দিয়ে,
প্রয়োজনীয় রক্তের ব্যবস্থাপনার মাধ্যমে রোগীর চিকিৎসার ক্ষেত্রে পাশে দাড়িয়ে ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাবের মানবিকতার পরিচয় এবং অনুষ্ঠানের আয়োজনের জন্য ক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।