গাজীপুর মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার খন্দকার লুৎফুল কবির স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রিনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “পুলিশকে আমানবিক ও অসহনীয় হওয়ার সুযোগ নেই। আমাদের মোরাল করাপশন থেকেও বেরিয়ে আসতে হবে। অন্যের সাংবিধানিক অধিকার রক্ষা করা এবং সাংবিধানিক দায়িত্ব পালন করা থেকে সরে আসতে পারব না।”
মানুষের জন্য কাজ করতে এবং মানুষের সেবা দিতে প্রস্তুত গাজীপুর মহানগর পুলিশের পক্ষে তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।