ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান মহান মুক্তিযোদ্ধে শহীদ হওয়া বীর বিক্রম আবদুল মান্নানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নবীনগর অনলাইন
এ্যাক্টিভিষ্ট ফোরামের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে নবীনগর অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সভায়
সভাপতিত্ব করেন অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরামের সভাপতি মো. শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন,নবীনগর উপজেলা া সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার আজাহারুল ইসলাম লালু, সলিমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো.মাঈনউদ্দিন আহাম্মেদ মঈন,ওসি মো. রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহববায়ক পারভেজ হোসোইন, মহিউদ্দিন আহাম্মেদ জীবন, অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরামের সহসভাপতি দার্শনিক মোজ্জাম্মেল হক,
সহ সভাপতি রতন চন্দ্র,সাংঠনিক সম্পাদক এমএসকে মাহাবুব,অর্থ সম্পাদক টিটন চন্দ্র, সাহিত্য সম্পাদক প্রদীপআর্চায্য শিক্ষা বিষয়ক সম্পাদক খলিলুর রহামন, মো. ওমর ফারুক, খাইরুল বাশার
সুমন, মো. মজীবুর রহামন প্রমুখ।