1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

২০ কোটি টাকা পাচারের সময় বিমানবন্দরে নারী আটক

  • সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩০৪

এক বা দুই নয় পুরো ২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা) ব্যাগে পাচার করার অভিযোগে এক ব্রিটিশ নারীকে আটক করেছে ব্রিটিশ বর্ডার ফোর্সের কর্মকর্তারা। ওই নারী হিথ্রো থেকে দুবাইতে বিমানে যাওয়ার সময় তাকে আটক করা হয়। শনিবার সন্ধ্যায় লিডসের বাসিন্দা ৩০ বছর বয়সি তারা হ্যানলন পাঁচটি স্যুটকেসের মধ্যে এই অর্থ পাচার করছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ বর্ডার ফোর্সের সদস্যরা। তার সঙ্গে ২৮ বয়সী আরেকজন নারীও ছিলেন। দুইজনকে একই সঙ্গে গ্রেফতার করা হয়। অন্য আরেকজনের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী ক্রিস ফিল্প বলেছেন: ‘২০২০ সালের মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্থ জব্দের ঘটনা। সীমান্ত বাহিনীর কর্মকর্তাদের প্রচেষ্টায় আমি আনন্দিত।’

হ্যানলনকে সোমবার অক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এবং ৫ নভেম্বর পর্যন্ত তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া ২৮ বছর বয়সী নারীকে মুক্তি দেওয়া হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪