সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে (৭অক্টোবর) বুধবার সকালে মানববন্ধন করে ত্রিশাল হেল্পলাইন,হাত বাড়াও, অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর বাস-স্টেশনে ত্রিশাল হেল্পলাইনের সভাপতি হামিদুর রহমান সুমন, হাত বাড়াও এর সভাপতি মারুফ হোসেন,সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদ চৌধুরী,অগ্রগামী সভাপতি মারদিন হাসান, অনিক, উসামা বিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এ সময় মুখে কালো কাপড় ও প্লেকার্ডে নানা প্রতিবাদী স্লোগান লিখে ধর্ষণের প্রতিবাদ জানান স্বেচ্ছাসেবীর সংগঠন সমূহ।