হারভাঙ্গা পরিশ্রম করে শস্য ফলানো কৃষকের জমিতে উর্বরতা বৃদ্ধিতে সহায়ক সারের দাম নিয়ে ভগিযোগী করায় দুইটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া অবৈধ যৌন ঔষধ বিক্রির দায়ে অন্য একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭অক্টোবর বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের(অতিঃ সচিব) সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার টেবুনিয়া ও ঠুঙ্গাপাড়া প্রতাপপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করায় অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা এবং অন্য একটি প্রতিষ্ঠানে অবৈধ প্রক্রিয়ায় যৌন উত্তেজক উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে ৪০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও পেঁয়াজ ও চাউলের বাজার মনিটরিং কর হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের একটি টিম ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।
জনস্বার্থে বাজার অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।