নিজস্ব প্রতিবেদক
ঢাকা-সিলেট মহাসড়কে ছয়লেনের কাজ চলছে ধীরগতিতে। দেশের উত্তর পূর্বাঞ্চলগামী ১২ জেলার একমাত্র পথ এই মহাসড়ক। প্রতিদিনই নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশ যাত্রামুড়া থেকে ভূলতা গাউসিয়া পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তায় যানজট লেগেই থাকে।
বিশেষ করে তারাব বিশ্বরোড থেকে বরপা পর্যন্ত ছয় কিলোমিটার যানজট যেনো নিত্যদিনের ঘটনা। এই ছয় কিলোমিটার পার হতে কখনো ৩ থেকে ৪ ঘণ্টা পার হয়ে যায়। এরমধ্যে ছয়লেনের উন্নিতকল্পে কাজ চলছে কচ্ছপ গতিতে।
আরমাত্র কদিন পরই ঈদুল আজহা। ঢাকা ছেড়ে মানুষজন ফিরবেন বাড়ি। এ দিকে কোরবানির পশুরহাটকে কেন্দ্র করে সড়কে বাড়ছে গরুবোঝাই ট্রাকসহ বাড়তি যানবাহনের চাপ। কাঞ্চন সেতুর পশ্চিম অংশে দুইপাশ দিয়ে যানবাহন চলাচলের জন্য অনেকটা উপযোগী হলেও কাঞ্চন সেতু থেকে রূপগঞ্জের গোলাকান্দাইল অংশে বেশ কয়েক জায়গায় যান চলাচলের জন্য অনেক অনুপযোগী।
অপরদিকে এশিয়ান হাইওয়ে সড়কে (ঢাকা বাইপাস) চলছে ৪ লেনে উন্নিতকল্পের কাজ। গাজীপুরের জয়দেবপুর থেকে রূপগঞ্জের ১০ মিনিটের রাস্তা যেতে হচ্ছে ২ থেকে ৩ ঘণ্টায়।
সড়কে যানবাহন চালকদের সাথে কথা বলে জানা যায়, এশিয়ান হাইওয়ে কাঞ্চন সেতুর টোল প্লাজার কারণে সবচেয়ে বেশি যানজট লেগে থাকে। ঢাকা-সিলেট মহাসড়কের ফিটনেস, লাইসেন্সবিহীন লোকাল বাস, লেগুনা আর অটোরিকশা বেপরোয়া চলাচলের কারণে যানজট লেগেই থাকে।
গাজীপুর থেকে কুমিল্লা যাওয়া বাসযাত্রী আকবর হোসেন ক্ষোভের সাথে বলেন, ১০ মিনিটের রাস্তায় যদি ৩ ঘণ্টা লাগে এর চেয়ে কষ্ট কি আছে। ছোটছোট বাচ্চাদের নিয়ে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকেই।
কাঞ্চন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রাজীব বাহাদুর বলেন, সড়কের সংস্কার কাজের জন্য কিছুটা সমস্যা হচ্ছে। সড়কে যানজট নিরশনে জেলা ট্রাফিক থেকে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা রাখি সামনে সময়গুলোতে ঈদগামী মানুষের ভোগান্তি অনেক কম হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঈদমুখী যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে । এশিয়ান হাইওয়ে সড়কের ৪ লেনের কাজ চলমান। যা আগামী ৩১ ডিসেম্বর শেষ হবার কথা। সড়কের সংস্কারের জন্য কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তাছাড়া বৃষ্টির কারণে ভোগান্তি অনেকটা বেড়েছে। ঈদকে সামনে রেখে সড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫২ জন সেচ্ছাসেবী কাজ করছে। আশা রাখি জনদুর্ভোগ অনেকটা লাঘব হবে।