ডেস্ক রিপোর্ট-
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যা মোট পরীক্ষার্থীর ৪৫ দশমিক ৬২ শতাংশ।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ১০টায় এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। কোটাসহ মেডিকেলে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। সেই হিসেবে এ বছর ১টি আসনের বিপরীতে লড়েছেন ২৫ জন।