1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

খাগড়াছড়িতে ধর্ষণ ও ডাকাতির মামলায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

  • সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৪৫

আলোচিত প্রতিবন্ধী পাহাড়ি তরুণীকে ধর্ষণ ও ডাকাতি মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ এ তথ্য জানান।
অভিযোগপত্রে নয়জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে দুইজন এখনো পলাতক রয়েছে। আটকৃতরা সকলেই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ২৫২ পৃষ্ঠার অভিযোপত্রে ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।
পুলিশ সুপার জানান, নয়জন আসামির মধ্যে একজনের বয়স ১৮ এর কম। তাই চার্জশিটে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ও একজনের বিরুদ্ধে দোষীপত্র আদালতে জমা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫৯ কার্যদিবসে এই চার্জশিট আদালতে জমা দেয়া হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ইন্সপেক্টর গোলাম আপছার।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি জেলা সদরের বলপেইয়া আদামে দুর্র্ধষ ডাকাতি ও ওই বাড়ির প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনার বাড়ির গৃহবধু পুষ্প রানী চাকমা বাদি হয়ে খাগড়াছড়ি থানায় ধর্ষণ ও ডাকাতির মামলা দায়ের করে। পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪