1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের ব্যবহার করে বিদেশে টাকা পাচার করতেন গান-বাংলার তাপস  ‘কেমন পুলিশ চাই’জরিপের ফলাফল প্রকাশিত হাইকমিশনে হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ- বিএনপি মহাসচিব পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যা খবর প্রচার করছে-স্বরাষ্ট্র উপদেষ্টা মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ-ইসি পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধান উপদেষ্টা নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম বৈঠক আজ প্রধান উপদেষ্টার  নিকট  ‘অর্থনীতির শ্বেতপত্র’ হস্তান্তর খুনের পরিকল্পনা আগেই জানতো পুলিশ, ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে-সেনাপ্রধান

অমর একুশে গ্রন্থমেলা হবে ভার্চুয়ালি

  • সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৮১

কোভিড-১৯ মহামারির কারণে উদ্ভুত পরিস্থিতে বিগত বছরের মতো প্রাঙ্গণজুড়ে আয়োজিত হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। কিন্তু পাঠক ও প্রকাশকদের হতাশ না করতেই এবারের (২০২১ সাল) অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি আয়োজনের উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি। তবে সে আয়োজন কেমন বা কিভাবে হবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি বাংলা একাডেমির পক্ষ থেকে।
এদিকে প্রকাশকদের দাবি, মেলা আয়োজন হওয়া না হওয়া নিয়ে কিছুই জানেন না তারা। তবে অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি আয়োজনের কোনো সুযোগ নেই, আর তা কখনোই গ্রহণযোগ্য হবে না বলেও মনে করেন তারা।

এদিকে ভার্চুয়ালি অমর একুশে গ্রন্থমেলার আয়োজনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল ফিরোজ৷

তিনি শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে সময় সংবাদকে বলেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে। আপাতত ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভার্চুয়ালি কিভাবে এই আয়োজন করা হবে, আয়োজক সংস্থার পরিকল্পনা সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে জানান বাংলা একাডেমির এই পরিচালক।

কোভিড-১৯ মহামারির উদ্ভুত পরিস্থিতিতে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিতের ব্যাপারে আগে থেকেই ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। আর এ সংক্রান্ত একটি প্রস্তাবনাও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলা একাডেমি।

শুক্রবার (১১ ডিসেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, করোনার পরিস্থিতিতে বইমেলা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছি। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। আগামী ১৩-১৪ ডিসেম্বর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

তবে অমর একুশে গ্রন্থমেলা আয়োজন স্থগিতের ব্যাপারে কিছুই জানে না প্রকাশনী সংস্থাগুলো। এব্যাপারে সময় প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ সময় সংবাদকে জানান, অমর গ্রন্থমেলার আয়োজন স্থগিত করা কিংবা কিভাবে আয়োজন করা হবে সে ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে ভার্চুয়ালি যদি অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয় তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪