সিরাজগঞ্জে অস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা বিভাগ।
পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব হাসিবুল আলম, বিপিএম এর দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই/মোঃ নাজমুল হক সহ তার সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ৫ ই অক্টোবর দিবাগত রাত্রি ০২.৩০ ঘটিকার সময় সলঙ্গা থানাধীন বাদেকুশা গ্রামস্থ হাটিকুমরুল হতে রাজশাহী গামী মহাসড়কের উত্তর পাশে জনৈক আলম এর পরিত্যক্ত বাড়ির মধ্যে হতে ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১। মোঃ আসলাম শেখ (২৩), পিতা-মোঃ সাইদুল শেখ, সাং- পাইকোশা, থানা-কামারখন্দ, আসামী ০২। মোঃ মোতালেব মন্ডল (২৫), পিতা- মোঃ মজিবর মন্ডল, সাং- ভেংরি, থানা- সলংগা, আসামী ০৩। মোঃ নুরনবী সরদার (২৮), পিতা-মৃত ইসমাইল সরদার, সাং- হাওড়া উত্তরপাড়া, আসামী ০৪। মোঃ আব্দুল খালেক, (২৭), পিতা- মোঃ রেজাউল করিম, আসামী ০৫। মোঃ আব্দুল হান্নান (২২),
পিতাঃ মৃত আব্দুস সাত্তার, আসামী ০৬। মোঃ সাব্বির হোসেন (২৩), পিতা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, সর্ব সাং- গয়হাট্টা, থানা-উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জদের নিকট হইতে ০১টি দেশীয় তৈরি ওয়ান শাটার গান, ০৩ রাউন্ড গুলি, ০২টি রামদা, ০১টি ছুরি, ০১টি চাইনিজ কুড়াল ও ০১টি কাটার সহ আসামিদের গ্রেফতার করা হয়েছে । এ সংক্রান্ত সলঙ্গা থানায় মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে ওসি ডিবি জনাব মোঃ মিজানুর রহমান দৈনিক সিরাজগঞ্জকে জানান, জেলা গোয়েন্দা সংস্থা সবসময় তৎপর। যেকোনো আইন বিরোধী কাজ রুখতে আমরা বদ্ধপরিকর।