ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কার্যালয়ে ৫ অক্টোবর সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত সকল শিক্ষককে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও বৈলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল বাহার,
ঈদগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম , কাশিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শহীদ সবুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব বাবু, বৈলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
সভায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নিকট সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এক সাথে জাতীয়করণের দাবি জানানো হয়।