ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জাকির হোসেন ইমন বলেছেন, সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে সমাজ ব্যবস্থাকে আরো সুন্দর ভাবে গড়ে তুলবে এবং সমাজকে পাল্টে দিতে। নাট্যই সব সময় গণমানুষের কথা বলে। সুস্থ-সুন্দর সমাজ গঠনে স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন “শঙ্খচিল” নাট্যকর্মীরা তাদের পরিবেশনার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সোমবার বিকালে ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকায় মওলানা ভাসানী পাঠাগারের হলরুমে আয়োজিত স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন শঙ্খচিলেন ৫দিন ব্যাপী নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
“জাগলো বুকে প্রাণ শিকড়মূলের ঘ্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে গত ১৫ সেপ্টম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নাট্যকর্মশালা অনুষ্ঠিত হয়।
শঙ্খচিল সংগঠনের সাধারণ সম্পাদক লুকমান শারীফের সভাপতিতে¦ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লবের সভাপতি মনসুর আলী, দৈনিক লোকায়নের সম্পাদক সাকের উল্লাহ, নাট্যকার রুপ কুমার গুহ ঠাকুরতা, ঠাকুরগাঁওয়ের অনলাইন পত্রিকা ক্রান্তিকাল ডটকমের সম্পাদক মাহবুব আলম রুবেল।
অনুষ্ঠানে শঙ্খচিলের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, আজ শঙ্খচিল সংগঠনটি যে আয়োজন করেছেন তাতে আমরা অনেকটাই আনন্দিত। তরুণদের এই পরিবেশনা আমাদের কাছে হৃদয় ছোঁয়া। আমরা মনে করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে ঠাকুরগাঁওয়ের এই “শঙ্খচিল” সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে। সেই সাথে তরুণ সমাজকে সাংস্কৃতিক চর্চার দিকে এগিয়ে নিয়ে আসবে।
আলোচনা শেষে নাট্য কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন-স্কুল কলেজের ২৫ জন ছাত্রছাত্রীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। আলোচনার শুরুকে স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন শঙ্খচিলের প্রযোজনায় ‘হামার কাথা’ নামক একটি মঞ্চ নাটক পরিবেশন করা হয়।