৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মত দিবসটি উদযাপনে রংপুর অনলাইন স্কুল যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেছে।
রংপুর বিভাগের ৮ টি জেলার এটুআই এর জেলা অ্যাম্বাসেডর ও অভিজ্ঞ ও বিভিন্ন ইভেন্টে সেরা শিক্ষকদের নিয়ে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডিমলা ইসলামীয় ডিগ্রী কলেজ এর আফতাব উদ্দিন সরকার অডিটোরিয়ামে ” শিক্ষক সম্মেলন ডিমলা ২০২০” এর আয়োজন করা হয়।
সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক মোঃ লোকমান হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, এমপি,নীলফামারী-১। বিশেষ অতিথি জয়শ্রী রানী রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শফিকুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার,নীলফামারী, হাসিম হায়দার অপু,অধ্যক্ষ, ডিমলা ইসলাসীয়া কলেজ, স্বপন কুমার দাস,উপজেলা শিক্ষা কর্মকর্তা,আব্দুল হালিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,মুখ্য আলোচক খুরশীদুজ্জামান আহম্মেদ। অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগীতা করেন, সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ ইমরান, মারুফা আক্তার ও ইবনুল হাসান তুষার।
শিক্ষক সংকটে নেতৃত্বদান, ভবিষ্যতের পুনঃর্নিমান, এই পতিপাদ্যকে সামনে রেখে বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার বলেন, শিক্ষক হলেন একজন প্রকৃত বন্ধু, একজন পথপ্রদর্শক ও জিবন গড়ার কারিগর। সুস্থ্য ও সুন্দর জিবন গঠনে আস্থার প্রতিক হিসেবে শিক্ষক সবার শ্রেষ্ঠ।
আট জেলা থেকে আগত সম্মানিত শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে আমরা কৃতজ্ঞ।
প্রথম অধিবেশন শেষে দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।