আজ ৪ঠা অক্টোবর রবিবার মুক্তিযুদ্ধ মঞ্চের ২য় প্রতিষ্ঠাবাষিকি উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ দিন টিকে উৎযাপিত করতে যাচ্ছে। উক্ত কর্মসুচিতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেলে আসরের নামাজ এর পরে ঝিনাইদহ মুক্তিযুদ্ধ মঞ্চের প্রধান কার্যালয়ে (৩ নং পানির ট্যাংক এর সামনে) কেক কাটার মধ্যে দিয়ে দিনটিকে উৎযাপন করা হবে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে মুক্তিযুদ্ধ মঞ্চ ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা মন্ডলিগণ, জনাব মোঃ তোফাজ্জেল হোসেন, কমিশনার (৪ নং ওয়ার্ড), এ্যাডঃ সালমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক, মহিলা যুবলীগ,ঝিনাইদহ জেলা, বাসের আলম সিদ্দিকী, যুবনেতা ও সমাজ সেবক, ডাঃ লিমন পারভেজ, মেডিকেল অফিসার (সদর হাসপাতালে, ঝিনাইদহ), সাগর হোসেন সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগসহ প্রমুখ। এ বিষয় নিয়ে মুক্তি যুদ্ধ মঞ্চ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি রেজওয়ান রিজু এবং সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুল্লাহ মনির সাথে কথা বললে তারা জানান, আমরা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং সাধারণ সম্পাদক আল মামুন ভাই এর নিদের্শনায় আজকের এই উক্ত কর্মসুচিটি বাস্তবায়ন করতে যাচ্ছি।

আরো জানান, ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ, ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ, কোটচাঁদপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ, হরিনাকুন্ডু উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ, ঝিনাইদহ পৌর মুক্তিযুদ্ধ মঞ্চ ছাড়াও ঝিনাইদহ জেলার সকল ইউনিয়ন, ওয়ার্ড ছাড়াও মুক্তি যুদ্ধ মঞ্চের সকল ইউনিট ও নেতা কর্মিকে ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে আহবান জানানো হয়েছে। এবং সেই লক্ষে আজকে ২য় বার্ষিকীর অনুষ্ঠানটি সঞ্চালন এবং বাস্তবায়ন করবেন,
ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সংগ্রামী সভাপতি রেজওয়ান রিজু এবং সাধারন সম্পাদক এডভোকেট আতিকুল্লাহ মনি, তারা ঝিনাইদহ বাসীর আপামর সবার কাছে দোয়া প্রাথনা করেছেন।