পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। গত ২৮ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পাবনার এই বর্ষীয়ান নেতাকে হেলিকপ্টার যোগে তাৎক্ষণিক পাবনা থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিক্ষা করার পর আজ ৩০ সেপ্টেম্বর তার শরীরে কোভিড ১৯ এর উপস্থিতি পাওয়া যায়। তবে তিনি বর্তমানে এখন সুস্থ আছেন।
রেজাউল রহিম লালের সুস্থতা কামনা করেছেন পাবনা – সিরাজগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি- এমপি।
তিনি জানান, মহান আল্লাহর দরবারে শ্রদ্ধেয় অভিভাবকতুল্য রেজাউল রহিম লাল ভাইয়ের সুস্হতা কামন করি। তিনি যেনো দ্রুত সময়ে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। করোনাকালীন সময়ে অসহায় মানুষের জন্য ত্রান সামগ্রী বিতরণ, এবং সদ্য অনুষ্ঠিত হওয়া পাবনা ৪ উপনির্বাচনে মাঠে নিরলস কাজ করে গেছেন। এই বৃদ্ধ বয়সে দলের জন্য তার ভালোবাসা আমাদের অফুরন্ত প্রেরণা যোগায়।
এই বর্ষীয়ান রাজনীতিবিদের হঠাৎ এমন অসুস্থতার খবর সত্যি কষ্ট দায়ক।মহান আল্লাহ যেনো তাকে দ্রুত সুস্থতা দান করেন সেই প্রার্থনা করি।
করোনা জয় করে অতিদ্রুতই তিনি আবার ফিরে আসবে সকলের মাঝে সেই প্রত্যাশা সকলের।