ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর কারিগরি টেকনিক্যাল কলেজ মাঠে (২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ) বিকালে পদমপুর তরুণ সংঘের আয়োজনে এক ওয়ান ডে( সুপার সিক্স)ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মমতাজ আলী মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সেলিনা জাহান লিটা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা। সন্মানিত অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেহেম্বা ইউপি চেয়ারম্যান আবুল কালাম, এ্যাডভোকেট শেখ ফরিদ, অধ্যক্ষ আনোয়ারুল হক, শিক্ষক রুবেল হক ও রাজিউর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম। এ ছাড়াও টুর্নামেন্টে শিক্ষক,ছাত্র-ছাত্রী, ও দর্শকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন তরুণ সংঘের কর্মকর্তা মোস্তা আহমেদ রাসেল ও জনি আহমেদ। খেলায় পদমপুর আল-আমিন একাদশ চ্যাম্পিয়ন ও শিবদিঘি একাদশ রানার্স আপ হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।