বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার ৭ নম্বর আসামি রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি বাবার মোটরসাইকেলে করে আদালতের পথে রওনা হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে মোটরসাইকেলে আদালতে আসেন মিন্নি।
মামলার অন্য আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৪), আল কাইউম ওরফে রাব্বি আকন (২২), মোহাইমিনুল ইসলাম সিফাত (২০), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৩), মো. হাসান (২০)।এই মামলার এক আসামী মুসা পলাতক।মামলার অন্য আসামীদের জেলা কারাগর থেকে আদালত চত্বরে হাজির করা হবে।
উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে এ রায়ের তারিখ ঘোষণা করেন। এজন্য মিন্নিকে তার আইনজীবী মাহবুবুল বারী আসলামের কাছে জিম্মায় দেয় আদালত।বাবার মোটরসাইকেল করে আদালত চত্বরে হাজির মিন্নি।