বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম বার্ষিকীতে দিন ব্যাপী অনুষ্ঠান করেছেন ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম অানিছুজ্জামান আনিছ।
মেয়র আনিছুজ্জামান আনিছের দিক নির্দেশনায়
২৮সেপ্টেম্বর সকাল থেকে উপজেলা কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, সাবেক যুবলীগ, জননেত্রী সৈনিক লীগ ও ছাত্রলীগের একাংশের নেতৃবৃন্দ সমাবেত হন।
দিনের কর্মসূচীর শুরুতেই ত্রিশাল পৌর শহরের বিভিন্ন সড়কে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এছাড়া ত্রিশালের কয়েকটি কাওমি মাদরাসায় নেত্রীর সু-স্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করেন।
সন্ধ্যায় উপজেলা জাতীয় শ্রমিকলীগ অফিসে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
ত্রিশাল উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন, কৃষকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সুমন,ছাত্রলীগ নেতা আমির, ছানী প্রমুখ ।