জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, বিশ্ব রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই দেশের মাঠি মানুষ তার কাছেই নিরাপদ এবং দেশের মানুষের আশ্রয়স্হল তিনিই। তার সূদুর প্রসারি রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব মেধা, শ্রম এদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সুখী সমৃদ্ধির বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ পথ হারাবেনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পাবনা ও সিরাজগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পাবনা সদর উপজেলার তিনবারের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা
যুগ্মসাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি সহ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সদর থানা পৌর শাখা ইউনিয়ন শাখার মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।