সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন করোনা পজিটিভ হয়েছেন।
গত ২৪ শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিষয়ক ফোকাল পার্সন মোঃ হাফিজুর রহমান দৈনিক সিরাজগঞ্জ কে নিশ্চিত করে বলেন, এসিল্যান্ড মহোদয় গত ২১ শে সেপ্টেম্বর, সোমবার জ্বর-ঠান্ডার লক্ষণ নিয়ে নমুনা প্রদান করেন। আজ ২৪ শে সেপ্টেম্বর রিপোর্টে বেলকুচির ৭ টি নমুনার মধ্যে পজিটিভ হয়েছেন এসিল্যান্ড। তিনি এখন নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
এবিষয়ে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, জ্বর-ঠান্ডার কারণে নমুনা প্রদান করি এবং আজকে পজিটিভ আসছে। এমনিতে শারীরিক অবস্থা ভালো রয়েছে। সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি।