২৮ সেপ্টেম্বর ২০২০ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরতœ শেখ হাসিনার জন্মদিন।
উক্ত জন্মদিন উপলক্ষে ঐদিন রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এছাড়াও প্রত্যেক নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
উপরোক্ত কর্মসূচি স্বাস্থবিধি মেনে প্রত্যেক নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি পালন করতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আহবান জানিয়েছেন।