গাইবান্ধায় রাস্তা সম্প্রসারণের জন্য ডিবি রোডে রেজিষ্ট্রি অফিসের সামনে ভবন ভাঙ্গার সময় দেয়াল ধসে শ্রমিক আজাদ মিয়া ও পথচারী আব্দুল ওয়াহেদ নামে ২ জন নিহত এবং কাশেম মিয়া নামে অপর এক শ্রমিক আহত হয়েছে।
জানা যায় – বুধবার দুপুরে গাইবান্ধা সদরে চার লেন প্রকল্পের কাজে রাস্তার দুই ধারের ভবন অপসারণের সময় রেজিস্টার অফিসের বিপরীতে অপসারণরত ভবনের বীম ভেঙ্গে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। নিহত শ্রমিক আজাদ মিয়ার বাড়ি সদরের খামার বালুয়া ও নিহত পথচারী ওয়াহেদ গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
দূর্ঘটনার সংবাদ পেয়ে নিহত আহতদের দেখতে সদর হাসপাগালে ছুটে যান গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
তিনি এসময় নিহত ২ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে ২০০০০ টাকা প্রদান করেন এবং সমবেদনা জানান।
এছাড়াও মৃত পরিবারকে আরো সহযোগিতা করবেন বলে আশ্বস্থ করেন।