ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ভাঙ্গাদেউলা গ্রামের সৌদিআরব প্রবাসী সৈয়দ মোঃ শহিদুল ইসলাম(শহিদ মীর ৫০) ২১সেপ্টেম্বর সৌদিআরবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি ওই দিন রাত ৯টার ফ্লাইটে বাংলাদেশে আসার কথা ছিলো ।
হঠাৎ তার মৃত্যুতে বিপাকে পরেছে তার পরিবার । একমাত্র পরিবারের উপার্জন কারিকে হারিয়ে চিন্তায় পরে গেছে পরিবারটি । ২ কন্যা তার বাবাকে দেশের মাটিতে কবর দেয়ার আহাজারি করলেও অর্থের অভাবে দেশে আনার চেস্টা চালাতে পারছেনা পরিবারটি। ২০১৭ সালে জমিজমা বিক্রি করে সৌদিআরব জান শহিদ মির । সেখানে গিয়ে ইকামা না পাওয়ায় অবৈধ ভাবে দীর্ঘদিন কাজ করে কোন মতে পরিবারের জন্য টাকা পাঠাতো। তবে গত ২১ সেপ্টেম্বর রাতে তার দেশে আসার জন্য ফ্লাইটের টিকিট কাটে ।
কিন্তু ওই দিনই হঠাৎ অসুস্থ হয়ে তিনি সেখানেই মারা যায়। তার মৃত্যেু শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুরে। তার ছোট কন্যা ৮ম শ্রেণীর শিক্ষার্থী তন্নি বলেন মাননীয় প্রধানমন্ত্রী মানবতার “মা” জননেত্রী শেখ হাসিনা ও
প্রবাসী কল্যাণমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাইতেছি, আমার বাবার মরাদেহ বাংলাদেশে নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা করে দিবেন।