ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের কার্যকারি পরিষদের সদস্য কাটুর্নিস্ট মো.সোহরাফ হোসেন জুয়েল (৫০) আজ মঙ্গলবার দুপুরে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নে……. রাজেউন)।তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে
১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার লাশ ঢাকা থেকে নবীনগর পৌরএলাকার ৪নং ওয়ার্ড ইচ্ছাময়ী বালীকা বিদ্যালয়ে পাসে অবস্থীত তার বাড়িতে আনা হচ্ছে।তার অকাল মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান মো.মনিরুজ্জামনা মনির,পৌর মেয়র এড. শিব শংকর দাস সহ বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক, সাংস্কৃতি নেতৃবৃন্দ ও নবীনগর প্রেসক্লাব পরিবার পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করে গভীর সমবেদনা জানিয়েছেন।