1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

“১২শ পুলিশ সদস্য নিয়ে এস এ হক অলিকের মিউজিক্যাল ডকুমেন্টারি”

  • সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৯

১৯৭১ সালের ২৫ মার্চ থেকে শুরু করে এই করোনা মহামারির মধ্যেও পুলিশ সদস্যরা যেভাবে দেশ ও মানুষের জন্য সামনে থেকে যুদ্ধ করেছেন, সেটি অতুলনীয়। আমার এই কাজটির মাধ্যমে তারই প্রতিচ্ছবি তুলে আনবার চেষ্টা করেছি’- এমনটাই জানালেন চলচ্চিত্র ও নাট্য নির্মাতা এস এ হক অলিক।

পুলিশ বাহিনীর বীরত্ব নিয়ে সম্প্রতি একটি বিশেষ কাজ করলেন নির্মাতা এস এ হক অলিক। যেখানে অংশ নিয়েছেন প্রায় ১২শ পুলিশ সদস্য।

এস এ হক অলিক আরও জানান, একটি গানের সূত্র ধরে তার এই মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ। নাম ‘তোমরাই বন্ধু প্রকৃত বন্ধু বাংলাদেশ পুলিশ’।

গানটির কথা লিখেছেন কবির বকুল এবং গানটির সুর-সংগীতায়োজন করেছেন হৃদয় খান। এতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান ছাড়াও কণা, এলিটা ও ইমরান।

গানটির সূত্র ধরে ভিডিও দৃশ্যে বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ড তুলে এনেছেন নির্মাতা অলিক। টানা ছয় দিন খুব যত্ন নিয়ে এটির শুটিং হয়েছে রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে। পুলিশের পাশাপাশি এতে অংশ নিয়েছেন গানটির কণ্ঠশিল্পীরাও।

কাজটি প্রসঙ্গে এস এ হক অলিক বলেন, আমাদের সুখে-দুঃখে সবচেয়ে কাছের বন্ধুটি হচ্ছে পুলিশ সদস্যরা। তারা দিন রাত পরিশ্রম করছেন আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য। তাই আমাদের ও সমাজ এবং দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সেই বিশ্বাসের যায়গা থেকেই কাজটির প্রতি আলাদা মমত্ববোধ রয়েছে আমার। আমরা পুরোটিম আমাদের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। এখানে গানটির গীতিকার, সুরকার, শিল্পী এবং বাংলাদেশ পুলিশ পরিবারের সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে প্রতিটি সদস্য অসম্ভব রকমের সহযোগিতা করেছেন আমাদের। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

গানটি শুধু বাংলায় নয়, এটি তৈরি হয়েছে ইংরেজি ভাষাতেও। তাতেও কণ্ঠ দিয়েছেন গানের মূল চার শিল্পী। এই গানের প্রসঙ্গে সংগীতশিল্পী ইমরান বলেন, ‘পুলিশ বাহিনী দেশের যে কোনও দুর্যোগে মানুষের পাশে থাকে। তাদের জন্য আমরা কতটুকুই বা করি। তাদের নিয়ে তৈরি বিশেষ এই আয়োজনে অংশ নিয়ে একটু শ্রদ্ধা জ্ঞাপন করতে পারলাম। এটাই বড় বিষয়।’

এস এ হক অলিক জানান, ২৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় এই মিউজিক্যাল ডকুমেন্টারিটি উন্মুক্ত হচ্ছে বাংলাদেশ পুলিশের ইউটিউব চ্যানেল ও ভেরিফায়েড ফেসবুক পেইজ-এ। পাশাপাশি এটি প্রচার হবে বিটিভিসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪