আজ ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে করোনা চিকিৎসাসেবার জন্য ৪ টি হাই ফ্লো নেজাল ক্যানোলা এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী এর পক্ষ থেকে চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পিপিই হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহি অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী অধ্যাপক, সি এস ই বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় রাহাত হোসেন ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহমুদুল হক খান মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অথিতিরা শেবাচিম এর প্রতিনিধির হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৪ টি হাই ফ্লো নেজাল ক্যানোলা এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী এর পক্ষ থেকে চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পিপিই তুলে দেওয়া হয়।