যশোরের কেশবপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হবে।
ভিকটিমেরস্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে ওই নারী বাড়ির পাশে তাল কুড়াতে যায়। এসময় একই গ্রামের আশরাফ হোসেনের ছেলে মোমিন তাকে ফুসলিয়ে মেশিন ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
তিনি বাড়িতে এসে ঘটনা ফাঁস করে দেন। সন্ধ্যায় তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য সেখানকার চিকিৎসকরা বুধবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, গাইনী ওয়ার্ডে ওই নারীর চিকিৎসাসেবা চলছে। বৃহস্পতিবার তার ডাক্তারী পরীক্ষা হবে।
কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, ধর্ষণের বিষয়টি জানার সাথে মোমিনকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ করার পর মামলা রেকর্ড করা হবে।