1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজয় দিবসে ৫৪ জনের প্যারা- জাম্পিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড আগামীকাল প্যারাজাম্প উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ শহিদ বুদ্ধিজীবী দিবস সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮ প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন- স্বরাষ্ট্র উপদেষ্টা শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে হাদিকে বিদেশে পাঠাতে ব্যবস্থা নেবে সরকার- প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ গভীর নলকূপ হতে উদ্ধারকৃত শিশু সাজিদকে মৃত ঘোষণা দীর্ঘ ৩২ ঘণ্টার প্রচেষ্টায় শিশু সাজিদকে উদ্ধার

সংবাদ প্রচারের পর শিবালয়ের আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু

  • সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৭

মানিকগঞ্জের শিবালয়ে বন্ধ হতে চলছে শত বছর পুরোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এই শিরোনামে গত ২৯ আগস্ট দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টেলিভিশন ও ২৭ আগস্ট গুরুত্বের সাথে নিউজ টি প্রচার হবার পর শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন রিমন তাত্ক্ষণিক ভাবে বিদ্যালয়ের সার্বিক খোঁজখবর নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারশিদ বিন এনাম কে বিদ্যালয়ের মামলার বিষয়টি দেখে কাজ শুরুর নির্দেশনা দেন ।

এরই ধারাবাহিকতায় আজ উপজেলা সহকারী কমিশনার ফারশিদ বিন এনাম আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন করে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এসময় বিদ্যালয়ের জায়গায় নিয়ে করা মামলার বাদী আশকর আলী বিদ্যালয় প্রাঙ্গনে এসে উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারশিদ বিন এনামের কাছে ভূল স্বীকার করে দুঃক্ষ প্রকাশ করে মামলা তুলে নেয়ার কথা জানান এবং বিদ্যালয়ের নতুন ভবন নির্মানে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দেন এরপর ই তাৎক্ষনিক ভাবে উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারশিদ বিন এনাম উপজেলা প্রকৌশলী,

উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে জায়গার মাপ দিয়ে বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরুর নির্দেশ দেন ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারশিদ বিন এনাম বলেন আমি প্রথমবারের মতো এখানে এসছি আমরা দেখতে পাচ্ছি এই স্কুল টি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২০ সালে আজকে ২০২০ সাল মানে শত বছর পূর্তির এই সময়ে এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারি ভাবে এক‌টি নতুন ভবন বরাদ্দ হয়েছে কিন্তু ভবন নির্মাণ কাজ শুরু করা যাচ্ছিল না কারণ এখানে জমি সংক্রান্ত একটি মামলা ছিলো।

আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন স্যারের নির্দেশে বিদ্যালয়ের জমি নির্ধারণ করে দেবার জন্য আজ এখানে আসলে জমি নিয়ে যিনি মামলা দায়ের করেন মোঃ আশকর আলী সাহেব উনি আমাদের সার্বিক সহযোগিতা করেন এবং আজকে আমাদের কে কথা দিয়েছেন যে তিনি মামলা টি তুলে নিবেন। তিনি মামলা তুলে নিলে আমাদের এই ভবন নির্মাণের জন্য আর কোনো বাধা থাকবে না।

এই মুহুর্ত টি আসলে বিদ্যালয়ের জন্য খুব সুন্দর এক‌টি মুহুর্ত আমি এই মুহুর্তে থাকতে পেরে সত্যিই খুব খুশি। আশাকরি আমাদের ছোট সোনামনিদের পড়াশোনায় আর কোনো ব্যাঘাত ঘটবে না।

এ বিষয়ে স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস বলেন জনপ্রিয় স্যাটালাইট টেলিভিশন অত্যান্ত গুরুত্বের সাথে বিদ্যালয়ের সংবাদ টি প্রচার হওয়ায় আমাদের অনেক দিনের চাওয়া পাওয়া এই নতুন ভবনের কাজ শুরু হতে যাচ্ছে আমি ব্যক্তিগত ভাবে আনন্দ টেলিভিশন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি কে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার শর্মা বলেন জনপ্রিয় টেলিভিশন আনন্দ টেলিভিশন আমাদের এই আমডালা প্রাথমিক বিদ্যালয় নিয়ে সংবাদ প্রচার হওয়ায় আমাদের বিদ্যালয়ের কাজটি দ্রুততম সময়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শুরু হতে যাচ্ছে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন রিমন স্যার সহকারী কমিশনার ভূমি ফারশিদ বিন এনাম স্যার ও আনন্দ টেলিভিশনকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের আমডালা সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় ১৯২০ সালে । বর্তমানে বিদ্যালয়টির বয়স ১০০ বছর অতিক্রম করেছে । এরই মধ্যে বিদ্যালয়ে ছাত্রছত্রী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে যার কারণে পর্যাপ্ত কক্ষ না থাকায় পাঠদান ব্যহত হচ্ছিল। সরকার শিক্ষার্থীদের জন্য নতুন ৪ তলা ভবন বরাদ্দ দিলেও স্থানীয় আসকর আলী নামে এক ব্যাক্তি মামলা দিয়ে তা আটকে দিয়েছিলেন সে ভবনের কাজ ।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিবাবকরা তাদের সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত হয়ে পড়লে তারা জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টেলিভিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন যেনো অচিরেই বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজ শুরু হয় ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪