দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদা খানম এবং তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী খানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে সঞ্জীবন যুব সংস্থার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠানে বক্তারা বক্তাগণ অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ভুক্তভোগী মুক্তিযুদ্ধা পরিবারের সার্বিক নিরাপত্তা ও সুচিকিৎসার নিশ্চিত করার জোড়া দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আব্দুল মতিন সরকার,ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ত্রিশাল উপজেলা
আওয়ামী লীগের মুখপাত্র ফজলে রাব্বি,
উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলমগীর কবীর,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যাল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি ও সঞ্জীবন যুব সংস্থার সভাপতি ফাহিম আহমেদ মন্ডল প্রমূখ।