মানিকগঞ্জের সাটুরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষ উপলক্ষ্যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাটুরিয়া ও মানিকগঞ্জ পৌরসভার ২ হাজার ৫ শত পরিবারের মাঝে ২০ কেজি চাল দরিদ্রদের মধ্যে তুলে দেওয়া হয়।
সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের নওগাও তেঘড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমেরিকা মিসৌরি রাজ্যের প্রবাসী ও আওয়ামী লীগের সভাপতি এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ড.রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত অর্থায়নে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার আড়াই হাজার বন্যার্তদের
মাঝে বিশ কেজির একটি প্যাকেট তুলে দেওয়া হয়। এসময় ত্রাণ কাজের সমন্নয় হিসেবে দায়িত্ব পালন করেন মাহাফুজুল ইসলাম রত্ন, সাইফুল ইসলাম জুয়েল ও হুমায়ন খান।