দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় পিরোজপুরের নেছারাবাদে প্রতিবাদ সভা ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সড়কের মোহনায় স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে গতকাল রবিবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা কমান্ডের প্রশাসক ও ইউএনও মো. মোশারেফ হোসেন, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী কমান্ডার মো. ফজলুল হক, মো. জহিরুল হক,
সন্তান কমান্ডের পক্ষে প্রভাষক জাহীদ হোসেন বক্তৃতা করেন। বক্তারা ওই জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্ঠান্ত মুলক শাস্তি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকল ধরনের প্রতিবন্ধতা প্রতিহত করার আহ্বান জানান হয়।