(শোক সংবাদ)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য’র শাশুড়ি মা,অধ্যাপক শুক্লা রানি দেবের মাতা ও
সাংস্কৃতিক অঙ্গণের পথিকৃৎ,জাগরণী শিল্পী গোষ্টীর সভাপতি শ্রীমতি ননীবালা
দেব আজ শনিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে ৯২ বছর বয়সে বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেছেন। (দিব্যান লোকান স গচ্ছতু)
মৃত্যুকালে তিনি ৩ছেলে ৪মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার দুপুরে নবীনগর পৌরএলাকার পশ্চিম পাড়ায় তাদের ব্যাক্তিগত শ্বশানে ধর্মিয় বিধিনিষেধ মেনে তার লাশ সমাহিত করা হয়েছে।
এই গুনি সাংস্কৃতিক মনা প্রবিন মানুষটির
মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতি
নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ,শ্রীমতি ননীবালা দেব নবীনগর সদরের জনপ্রীয় চেয়ারম্যান প্রয়াত সাধন দেবের স্ত্রী। এছারাও ননীবালা দেব অবসর প্রাপ্তি শিক্ষক ছিলেন।তিনি নবীনগর ইচ্ছাময়ী বালীকা উচ্চ বিদ্যালয়ে দির্ঘদিন সুনামের সহিত শিক্ষকতাও করেছেন।