ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বোয়ালমারী-ময়েনদিয়া সড়কের কলারন নামক স্থানে অবস্থিত গোল্ডেন জুট মিলের পরিচালক ( প্রশাসন) উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন চুন্নু শনিবার দুপুরে ঢাকার খিলক্ষেত হাইটেক হাসপাতালে যাওয়ার পথে মারা গেছে। তার মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলাবাসী ও মিল শ্রমিকের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মিলটি স্থাপনের শুরু থেকে প্রশাসনিক দ্বায়িত্ব পালন করে আসছেন পৌরসভার ছোলনা গ্রামের বাসিন্দা মোজাফ্ফার হোসেন চুন্নু (৫৮)। যার অছিলায় এই অঞ্চলের হাজারো দরিদ্র কর্মহীন মানুষ ওই মিলে কাজ করে সংসার চালায়।
পারিবারিক সূত্রে জানা যায়, এই প্রশাসনিক কর্মকর্তা শনিবার দুপুর ১২টার দিকে (০৫.০৯.২০) ঢাকার একটি হাসপাতালে পেটের পীড়ায় মারা যান। তার স্ত্রী দুই ছেলে এক মেয়ে রয়েছে।