মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িছেন জেলা পরিষদ। শুক্রবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে হরিরামপুর উপজেলার ডাক বাংলোয় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে শাহওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মো.মোজাম্মেল হক,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, সংরক্ষিত নারী সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা।
জেলা পরিষদের পক্ষ থেকে হরিরামপুর উপজেলায় ৮শ পরিবারের মাঝে ৫কেজি চাউল,
২কেজি আটা, ১কেজি ডাল, ১কেজি চিড়া ও ১কেজি চিনিসহ প্রায় ১২কেজির একটি প্যাকেট তুলে দেওয়া হয় দরিদ্র পরিবারের মাঝে।