মানিকগঞ্জ পৌরসভার দুধবাজার এলাকায় ডোবার পানিতে ডুবে এক সাইফুল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে ওই এলাকার লাল মিয়ার বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল শহরের খাসিহাটা এলাকার ব্যবসায়ী মেহেদী হোসেনের ছেলে। সে পোড়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর থেকে সাইফুল নিখোঁজ ছিল। পরে বিকেল ৬টার দিকে তার মরদেহ ওই ডোবায় ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত ১০ টায় বাজার মসজিদে নামাজে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়।