ফরিদপুরের বোয়ালমারীতে অবস্থিত অটো রাইচ মিল ‘বিকাশ এগ্রো ফুড লিমিটেড’র বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)। চলতি বছর মিলটির বিরুদ্ধে খাওয়ার অনুপযোগী চাল আমদানি করার অভিযোগ উঠেছে।
এছাড়া মিলটির ছাই এবং বর্জ্যের কারণে পার্শ্ববর্তী বাসিন্দাদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হওয়া এবং পরিবেশ দূষণের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃ্হস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিকাশ এগ্রো ফুড লিমিটেডের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।