রংপুর সিটি কর্পোরেশনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে জানালেন মহানগর আওয়ামী লীগের সভাপতি। রংপুর একটি উন্নত মানের সিটি কর্পোরেশন হওয়ার জন্য যা যা প্রয়োজন তা এখনও রংপুরের মানুষ সে ভাবে লক্ষ্য করতে পারেনি। এখনো আমাদের শহরে বিভিন্ন রাস্তা ঘাট ভাঙ্গা রয়েছে। এখনো আমাদের অনেক সড়কে লাইট জলে না। এছাড়াও অনেক ধরনের দুর্ভোগ পোহাতে হয় রংপুরের সাধারণ জনগণকে।
একটি উন্নত সিটি কর্পোরেশন হতে গেলে উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত সড়ক ব্যবস্থা, উন্নত সুযোগ-সুবিধা পেয়ে থাকে নগরের নগরবাসী। এছাড়াও তিনি আরো জানান আমরা বরাবরের মতো চেয়েছি রংপুর সিটি কর্পোরেশন অত্যন্ত সুন্দর দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশন হোক, কিন্তু সেই জায়গায় আমরা ব্যথিত হয়েছি মেয়রের এরূপ আচরণে। আমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই অতিসত্বর মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তদন্ত করুক এবং অতিরিক্ত লোকবল নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বিষয়টির তদন্ত সম্পন্ন করা হোক।
এছাড়াও তিনি উন্নত একটি নগরের চিত্র আমাদের সামনে তুলে ধরেন। তিনি জানান একজন সঠিক নগরবীদের পরামর্শ মতে প্রতিটি প্রকল্পকে যদি বাস্তবায়ন করা সম্ভব হতো তাহলে একটি সুন্দর নগর রংপুরবাসী উপহার পেত। একটি নগর কে সুন্দর ভাবে সাজাতে হলে প্রথমেই সুন্দর একটি প্রকল্পের প্রয়োজন।
শহরের বর্জ্য নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং এলাকায় খেলার মাঠের ব্যবস্থা, মসজিদ, মন্দির নির্মাণের জায়গার ব্যবস্থা সম্পূর্ণ বিষয়টির একটি সুপরিকল্পিত ছক একে যদি এটি তৈরি করা সম্ভব হতো তাহলে একটি সুন্দর নগর উপহার পেত রংপুর নগরবাসী।