মানিকগঞ্জ সদর হাসপাতালের নাস মোতালেব হোসেনের ছেলে ও তার সহযোগীদের হামলায় শাহিনুর রহমান নামে আরেক নার্স আহত হয়েছে। অভিযুক্ত সহকারী নার্স মোতালেব হোসেনের শাস্তির দাবিতে কর্মবিরতি পালনসহ বিক্ষোভ করেছে হাসপাতালের নার্সরা। এ ব্যাপারের মোতালেব হোসেন, তার ছেলে তন্ময়সহ অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামী করে মামলা করেছেন শাহিনুর রহমান।
শাহিনুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে হাসপাতালে অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে তত্ববধায়কের অফিস কক্ষে সহকারী নার্স মোতালেব হোসেনের সাথে তার কথা কাটাকাটি হয়। তার কিছুক্ষণ পর মোতালেব হোসেনের ছেলের তন্ময়সহ ২০ থেকে ২৫জন বহিরাগত হাসপাতালের এসে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে মারতে মারতে শিশু ওয়ার্ডের সামনে নিয়ে আসে।
তাকে বাঁচাতে গিয়ে হাসপাতালের ট্রলি বহনকারী দুই নারী আহত হয়েছেন। পরে হাসপাতালের লোকজন এগিয়ে আসলে বহিরাগতরা পালিয়ে যায়। এই ঘটনায় তিনি বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
হাসপাতালে নার্সিং সুপারভাইজার মো.আনিছুর রহমান জানান, শাহিনুর রহমানের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষনিক সকল নার্সরা কর্মবিরতি পালন করেন। তারা মোতালেব হোসের শাস্তির দাবিতে তত্বাবধায়কের অফিস রুমের সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, মোতালেব হোসেন ২৮ বছর ধরে মানিকগঞ্জ হাসপাতালে কর্মরত রয়েছেন। তিনি বিগত সময় ভিন্ন রাজনীতি করলেও বর্তমানে আওয়ামীলীগের নাম ভাঙিয়ে চলেন। তার বিরুদ্ধে হাসপাতালে ভর্তি রোগীসহ অন্য রোগীদের বিভিন্ন ক্লিনিকে কমিশনের বিনিময়ে পাঠানোর অভিযোগ আছে।
সহকারী নার্স মোতালেব হোসেন জানান, নার্স শাহিনুর রহমানের সাথে তার কথা কাটাকাটি হয়েছে ঠিকই। কিন্তু তিনি নার্স শাহিনুরকে মারধর করতে তার ছেলেকে জানায়নি। ছেলে হয়তো কোথাও থেকে শুনে হাসপাতালে এসেছিলো।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহ জানান, মোতালেব হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের নার্স শাহিনুর রহমানকে মারধরের ঘটনায় মোতালেব হোসেন তার ছেলে তন্ময়সহ অজ্ঞাত ১০/১২ জনের নামে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।