ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১/০৮) সন্ধ্যায় নবীনগর পৌর এলাকার ১ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে এবং
উক্ত ওয়ার্ডের আলমনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম স্মৃতি সংসদ ফাউন্ডেশন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
নবীনগর পৌর এলাকার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার আলম শিবু, উপজেলা সেচ্ছা সেবক লীগের আহব্বায়ক মো. সালাউদ্দীন বাবু, নাজমুল আলম,
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আল রোমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোজ্জামেল হক লিমন, ওমর ফারুক, নুরে আলম, খলিলুর রহমান প্রমুখ ।