কুবি প্রতিনিধি :
করোনা মহামারি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ হওয়ার দীর্ঘ ১৮ মাস পর খুলছে কুবির আবাসিক হলগুলো।
২৭ অক্টোবর ( মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ধীরেন্দ্র নাথ দত্ত হল, কাজী নজরুল ইসলাম হল এবং নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী হল খুলে দেওয়া হয়েছে। এতে উচ্ছ্বাসিত আবাসিক শিক্ষার্থীরা।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান তানিম বলেন, দীর্ঘদিন পরে হলে আসলাম। অনেকে ভালো লাগতেছে। আবারো সহপাঠি, সিনিয়র, জুনিয়র আবার একটি মিল বন্ধনে আবদ্ধ হতে পারবো।
কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ বাপ্পী বলেন,বিশ্ববিদ্যালয়ের হল মানে সুনাগরিক গঠন ও জ্ঞান বিকাশের কেন্দ্র। দীর্ঘদিন হল বন্ধ থাকার কারনে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল খুলার সিন্ধান্তকে সাধুবাদ জানাই।
নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরানী হলের শিক্ষার্থী আঞ্জু আক্তার বলেন, অনেকদিন পর হলে আসতে পেরে ভালোই লাগছে। এতোদিন বাড়িতে থেকে বন্ধু বান্ধব থেকে দূরে ছিলাম। করোনার সময় যে পড়ালেখার ক্ষতি হয়েছে সেগুলো পূরণ করতে সহজ হবে হল খোলার কারণে। আশা করি পড়ালেখা ভালোভাবে চালিয়ে নিতে সক্ষম হবো। প্রশাসনের হল খোলার সিন্ধান্তটি খুবই প্রশংসনীয়।
হল খোলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুসারে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। আজ থেকে শিক্ষার্থীদের জন্য অফিসিয়ালিভাবে হলগুলো উম্মুক্ত করা হলো।