কুবি প্রতিনিধি:
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রবিবার(১৭ অক্টোবর) দুপুর ১২ টা থেকে শুরু হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২,৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিটা অনুষদে শিক্ষার্থীরা সুষ্ঠভাবে পরীক্ষা দিয়েছে বলে পরিলক্ষিত হয়েছে।
পরীক্ষার হল পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজিত হচ্ছে। কাল ঢাকা থেকে আসা পরীক্ষার প্রশ্ন কঠোর নিরাপত্তায় সংরক্ষিত হয়েছে।
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে ‘এ’, ‘বি’, ‘সি’ ইউনিট মিলিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ মোট ২০ টি বিশ্ববিদ্যালয় একযোগে ভর্তি পরীক্ষা হবে। এ তিন ইউনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে ৭,০২৬ জন পরীক্ষার্থী।