আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ’ এর ৭১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাতে সংগঠনের সভাপতি মুনিম হাসান অনিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর (বুধবার) নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিম হাসান ভূঁইয়া অনিককে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এই সংগঠনের আংশিক কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন রুবেল আহমেদ, নান্টু বিশ্বাস, আতিকুল আলম, মিরাজ খলিফা, আরিফ আহমেদ, সালমা আক্তার ঝুমুর, আতিক মোল্লা, রাজিব খান, কাজী সোহেল রানা, আসাদুজ্জামান অভি, মাহফুজ আলম, ঐশী বিনতে মোর্শেদ, জনি, বায়জিদ বোস্তামী, কাজী মুশফিক সাকিব, টিপু সুলতান, আব্দুল্লাহ হক মোল্লা, আল-আমিন আহমেদ, জুবায়ের আহমেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল মোস্তফা রিয়াদ, আহসানুল হক শিপন, তানজিম হোসেন সোহাগ, রাশেদুল আলম সিফাত, শরীফ উদ্দিন, নিরব আহমেদ ডালিম, সঞ্জয় চক্রবর্তী। সাংগঠিক সম্পাদক রাতুল মিয়া, নাজমুল হোসাইন, সোহেল আহমেদ, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিফাত, সাফায়েত উল্লাহ, রুবাইয়া আক্তার।
কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে রিফাত আহমেদ, উপ-প্রচার সম্পাদক উমর ফারুক ইবান, দপ্তর সম্পাদক বোরহান আহমেদ, উপ-দপ্তর সম্পাদক এমদাদুল হক, অর্থ সম্পাদক রোমান আহমেদ, উপ-অর্থ সম্পাদক তাওহীদ হোসেন সানি, ক্রীড়া সম্পাদক সাদেক মিয়া, উপ-ক্রীড়া সম্পাদক হাবিবুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ধ্রুব বিশ্বাস, উপ-আইন বিষয়ক সম্পাদক দেবাশিস বিশ্বাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শান্তা ইসলাম, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক রত্না লতা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিহাব আহমেদ, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকলিমা ইয়াসমিন আঁখি।
ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক বিজয় মুন্সী, উপ-ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মুশফিক আহমেদ রাফি, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক তৌকির আহমেদ, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ইমামুল ইসলাম, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক রাকিব মোল্লা, উপ-আপ্যায়ণ বিষয়ক সম্পাদক আরমান মিয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোলাইমান ভুঁইয়া তুষার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সালমান শামীম খান এর নাম ঘোষণা করা হয়।
এছাড়াও এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শাহীন মিয়া, রাজীব সরকার, সবুজ মিয়া, রত্না আক্তার, আতাউর রহমান, মোস্তফা কামাল রিফাত, সালাউদ্দিন আহমেদ, আরমান ভূঁইয়া, মার্জিয়া রিয়া, নাঈম মিয়া, মো. আশরাফুল ইসলাম বখতিয়ার, হৃদয় পাল অর্জুন।
উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।