1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

জাতীয় অনলাইন বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম কুবির মুসা ভূইয়া

  • সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫

কুবি প্রতিনিধি :


“যৌক্তিক বোধের শুদ্ধতম প্রকাশ” এ স্লোগানকে সামনে রেখে ডিবেট বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩০০ সেকেন্ড জাতীয় অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় ‘গ’ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী মো. মুসা ভূইয়া।

১১ সেপ্টেম্বর(শনিবার) রাত ৯ টায় ডিবেট বাংলাদেশের অফিশিয়াল ফেইসবুক পেইজে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতাটি ক, খ, গ মোট তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ক-গ্রুপে ৪র্থ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত, বক্তব্যের বিষয় ছিলো “বাংলাদেশ ও আমার স্বপ্ন”। খ- গ্রুপ ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, বক্তব্যের বিষয় ছিলো “স্বাধীনতার ৫০ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি” এবং গ- গ্রুপ ছিলো স্নাতক, স্নাতকোত্তর বা মাষ্টার্স সমমান প্রতিযোগিদের জন্য। বক্তব্যের বিষয় ছিলো “বাজেটের চোখে স্বাস্থ্যখাত ও বাস্তবতা”। যেখানে সারা দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।

বিজয়ী হওয়ার অনুভূতি জানতে চাইলে মো. মুসা ভূইয়া বলেন “এমন একটি জাতীয় প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ায় সত্যিই আমি অনেক বেশী আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতি। অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকল বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীকে যারা আমাকে সমর্থন দিয়েছেন। আগামী দিনগুলোর জন্য সবার কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, প্রতিযোগিতাটি গত ১০ আগস্ট শুরু হয়েছিলো এবং শেষ হয় গত ৩০ আগস্ট।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪