কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষ ছাড়া বাকি ব্যাচগুলোর পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টবের) বিষয়টি নিশ্চিত করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস।
তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক অনার্স চতুর্থ বর্ষের ও মাস্টার্স এর পরীক্ষা সশরীরে নিয়ে বাকি বর্ষের পরীক্ষা সমূহ অনলাইনে গ্রহণের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি। অনলাইনে পরীক্ষা বাস্তবায়ন সম্ভব ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।
এর আগে গত ২৯ আগস্ট একাডেমি কাউন্সিলের সিদ্ধান্তে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভাগুলো চাইলে অনলাইনে পরীক্ষা নিতে পারবে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৯ সেপ্টেম্বর থেকে স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তরের পরীক্ষা সশরীরে নেওয়া শুরু করেছে।