কুবি প্রতিনিধিঃ
আগামী ৯ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হবে। রোববার (২৯ আগস্ট) বিকালে পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করীম চৌধুরী বলেন, ৯ তারিখ থেকে শুধুমাত্র স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হবে প্রতিটি ফ্যাকাল্টিতে। পরীক্ষাগুলো প্রতিটি ফ্যাকাল্টিতে সকালে একটা, বিকেলে একটা করে নেওয়া হবে।
তিনি আরও বলেন, অন্যান্য ব্যাচের পরিক্ষার্থীদের জন্য একাডেমিক কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি রয়েছে। আর স্নাতকোত্তরের যে সিদ্ধান্ত হয়েছে সেটি শুরু হলে আবার আমরা বসবো। সেখানে স্নাতক চূড়ান্ত বর্ষে যারা আছে, তাদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে একইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় প্রথমে শুধুমাত্র স্নাতকোত্তরের পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।