হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল(২৬ মে)শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রীর ঘোষণা ছাত্রসমাজ মানে না প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ মে)সকাল ১১ টা সময় টাংগাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত উপস্থিত শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবী জানান।
বিক্ষোভ সমাবেশে সরকারি বিএম কলেজের শিক্ষার্থী রিসা হায়দার এর নেতৃত্বে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাফিস আর রাফি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইভানা ঐশী,সানজিদা মিম,সরকারি সাদত কলেজের ফাহাদুল ইসলাম,ফাতেমা রহমান বীথী প্রমুখ শিক্ষার্থীবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা জানান,অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান না খোলা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন উপস্থিত শিক্ষার্থীরা।