ডেস্ক নিউজ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বদলি অনলাইনে করার জন্য সফটওয়ারেরর কাজ অনেকদূর এগিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, এটি দ্রুত করতে চাচ্ছি আমরা।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এরই মধ্যে প্রজ্ঞাপন করে শিক্ষকদের বদলি বন্ধ রয়েছে।
করোনার কারণে গতবার যেসব শিক্ষকদের বদলি আটকে গেছে তাদের ক্ষেত্রে কি হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ‘যাদেরটা হয় নাই তো হয় নাই। তারপরও চিন্তাভাবনা করতেছি শুধু অনলাইনে, কিছু অফলাইনেও হয়তো করা লাগতে পারে।’
উল্লেখ্য যে, করোনা মহামারির কারণে গত মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বদলি করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর ফলে, যেসব শিক্ষকের বদলির শূন্য পদের প্রস্তাব অধিদপ্তরে এসেছে তাদের বদলি আটকে যায়। জানুয়ারি থেকে মার্চ এ তিন মাস প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম হয়ে থাকে।